আননোন নাম্বারের মালিক কে খুজে বের করুন।
অনেক সময় আমাদের কাছে আননোন নাম্বার থেকে কল আসে। কিন্তু ইচ্ছা থাকলেও বা প্রয়োজন পড়লেও আমরা সেই আননোন নাম্বার ব্যাবহারকারীর নাম বা পরিচয় জানতে পারি না।
তবে আজ এমি এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে খুব সহজেই আননোন নাম্বার ব্যাবহারকারীর পরিচয় বা নাম জানা যাবে।
প্রথমে আপনার এন্ড্রয়েড মোবাইলের ”Play Store” এপ টি তে যান।
তারপর সেখানে ”TrueCaller” লিখে সার্চ করুন।
এবার ”Truecaller ” নামে যে এপটি আসবে সেটি ইন্সটল করুন



এবার ট্রুকলার এপ্লিকেশন টি ওপেন করুন।
খেয়াল রাখবেন যেনো ডাটা কানেকশন বা ওয়াইফাই যেনো অন থাকে।
তো এবার ট্রুকলার এপ এর কল লিস্ট থেকে একটি নাম্বার খুজুন যেটা আপনার ফোনে সেইভ করা নেই।
কিন্তু খেয়াল করলে দেখবেন যে নাম্বারের যায়গায় কোনো একটি নাম দেখাচ্ছে।
যেমন এখানে দেখুন ৬:২২ মিনিটে আমার ফোনে একটি কল এসেছে, কিন্তু নাম্বার টি আমার ফোনে সেভ করা নেই,কিন্তু তবুও ট্রুকলার এপ্লিকেশনে ঢুকলে নাম্বারের যায়গায় একটি নাম দেখাচ্ছে।
নাম্বার টি ছিলো আমার বন্ধু মাহফুজ এর।
কিন্তু ওর এই নাম্বার টা আমার ফোনে সেইভ করা ছিলো না।
কিন্তু ট্রুকলার এপ টা ব্যাবহার করার কারণে এখানে ওর নাম চলে আসছে।
উপরের ছবিটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন।
আর খেয়াল করলে দেখবেন যে ”ট্রুকলার ” যে ব্যাক্তির নাম নিজে থেকে খুজে বের করবে সে নামের পাশে ”True” লেখা থাকবে।
যেমন এই ছবিটা লক্ষ্য করুনঃ
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।